জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গত কয়েকদিনের মুষলধারে বৃষ্টির জমা পানির কারণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়ভিটা কলেজ হইতে সাবেক মেম্বার মহিরের বাড়ি সংলগ্ন নাওডাঙ্গা এলাকার ছোট কালভার্টের নীচ দিয়ে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের একমাত্র ক্যানেলটি বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫০ থেকে ৮০ একর জমির ফসলসহ পুকুর তলিয়ে যাওয়ার বেরিয়ে গেছে কয়েকটি পুকুরের মাছ।নালা বন্ধ করে দেওয়ায় আমনের চারা, শাক- সবজিতে পচন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ক্যানেলটি মৃত নিজাম উদ্দিনের ছেলে সাইফুর রহমান, ফয়জার রহমান ও মতিউর রহমান বন্ধ করে দেওয়ায় হতাশ হয়ে পড়েছে ওই অঞ্চলের কৃষকরা। প্রতিবাদ করতে গেলে কৃষকদের বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছেন ক্যানেল বন্ধ কারীরা। তাই প্রতিকার চেয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। সরজমিনে গিয়ে দেখা গেছে পানি নিষ্কাশনের ক্যানেলটি বন্ধ কারী সাইফুর রহমান,বয়জার আলী ও মতিউর রহমানের সাথে কথা বললে তারা জানান,এতদিন আমাদের জায়গা দিয়ে পানি নিষ্কাশনের ক্যানেল ছিল ,বর্তমানে আমাদের বসতবাড়ির জায়গার অভাবে আমরা সেটি বন্ধ করে দিয়েছি। পাশে একটি রেকর্ডকৃত ক্যানেল রয়েছে সেটি সংস্কার করলে অন্য দিক দিয়ে পানি গুলো নিষ্কাশন হতে পারে।
বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, ইতিমধ্যে উপজেলা নির্বাহি বরাবর একটি দরখাস্ত দিয়েছে সে বিষয়ে জেনেছি, আমি সরেজমিনে গিয়ে দেখেছি, তাদের জায়গার অভাবে পানি নিষ্কাশনের ক্যানেল বন্ধ করেছে এবং পাশেই রেকর্ডকৃত একটি ক্যানেল রয়েছে সেটি সংস্কার এর জন্য আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাস জানান অভিযোগ পেয়েছি বিষয়টি দেখা হবে।