জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার :

“মাদককে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মাদক ও  ভারতীয় সীমান্তে বেআইনি অনুপ্রবেশ রোধে বিগত ১১ বছর ফেলানি হত্যার স্মৃতি স্মরণে দ্বিতীয়বারের মতো আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর যুব সমাজের আয়োজনে উদ্বোধনী খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকারের পক্ষে প্রতিনিধি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক,নাগেশ্বরী মহিলা কলেজের সহযাগী অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে বিশেষ আমন্ত্রিত  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মৃত ফেলানির বাবা নুর ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক   চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল,বেড়াকুটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফুর, বেরাকুটি হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক কাস্টম পোদ্দারসহ আরো অনেকে। উদ্বোধনী খেলায়  ফুলবাড়ী স্পোর্টিং ক্লাব কে ট্রাইবিকারে তিন এক গোলে পরাজিত করে লালমনিরহাটের স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন। খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজারো ফুটবল প্রেমীর ঢল নামে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *