জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাইতুল ফালাহ্ ফোর কানিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা কাশিপুর ইউনিয়নের ধর্মপুর কাশিয়াবাড়ী এলাকায় এর উদ্বোধন করেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় ও বাইতুল ফালাহ্ ফোর কানিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আজিজুল হক মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসেম, বাইতুল ফালা ফোরকানিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাদ্রাসার কোষাধ্যক্ষ আবুল হাসেম, বক্তব্য রাখেন
কাশিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফেরদৌস আলম, ৭ নং ওয়ার্ডের ইউপি রেজাউল ইসলাম, অত্র মাদ্রাসার মুহতামিম
হাফেজ মোঃ শফিকুল ইসলামসহ আর অনেকে। বক্তারা বক্তারা এরকম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনার জন্য এলাকাবাসীর সাহায্য সহযোগিতা কামনা করেন। পরে একই মঞ্চে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন, নাগেশ্বরী উপজেলার আজিদানাহার তাহফিজুল কোরআন মাদ্রাসার মুফতি লুৎফর রহমান ফয়েজী, বিশেষ বক্তা হিসেবে তাফসীর পেশ করেন,ঘুঘুর হাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ হাবিবুর রহমান।
ওয়াজ শুনতে ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত মুসল্লি ঢল নামে ।