ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ১০৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম আবাসন এলাকার পশ্চিম পাশে কলা বাগানের ভিতর দিয়ে গাজার একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম, এস আই তপন কুমার,এস আই দুলাল হোসেন ও এ এস আই সাইদুজ্জামান সহ ৮ সদস্যের একটি টহল দল ওই এলাকায় ওৎ পেতে থাকে। কিছুক্ষন পরে মাদক ব্যবসায়ীরা ওই পথে যেতে থাকলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশের ধাওয়ায় মাদক ব্যবসায়ীরা ০৯ পোটলা গাজা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গাজা গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, এ ঘটনায় পলাতক তিন মাদক ব্যবসায়ী ও অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।