ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নোম্যান্স ল্যান্ডে রাস্তা নির্মাণকে কেন্দ্রে করে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার খালিশাকোটাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার খালিশা কোটাল সীমান্তের ৯৩৪নং আন্তর্জাতিক সীমানা পিলার হতে ২৫ গজ ভারতের অভ্যন্তরে নোম্যান্সল্যান্ডে কাটাতার বিহীন ফাঁকা জায়গায় ভারতীয় কুর্শাহাট-দিনহাটা সড়ক অবস্থিত। আইনের সীমাবদ্ধতা এবং বিজিবির সর্তক পাহারার কারনে প্রায় দুই কিঃমিঃ এ সড়কটির ভারতীয় প্রশাসন একাধিকার চেষ্টা করেও ওই স্থানে রাস্তা মেরামত কিংবা কাটাতারের বেড়া নির্মান করতে পারেনি। বিজিবি’র কড়া প্রতিবাদে বিএসএফ সদস্যরা বার বার ব্যথ হলেও গতকাল শুক্রবার ভোরে আবারও ভারতীয় বসকোটাল ক্যাম্পের ৪০/৫০ জন বিএসএফ সদস্যের একটি দল ট্রাকযোগে নির্মাণ সামগ্রী, রোলার মেশিন ও শ্রমিক নিয়ে রাস্তা মেরামতের কাজ পুনরায় শুরু করে। এতে বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে বিএসএফ তাদের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে । বিজিবি বিএসএফের মুখোমুখি অবস্থানের কারনে ওই সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে ৪৫ বিজিবি’র অধীন বালারহাট বিওপির হাবিলদার আঃ কাদের জানান, এ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধর্তন কর্তৃপক্ষের মাঝে বিষয়টি নিস্পতি করার চেষ্টা চলছে। তাছাড়াও ওই সীমান্তে বিজিবি অতিরিক্ত টহল জোরদারসহ সর্তক অবস্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *