ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ফুলবাড়ীতে কমিউনিটি পুলিশিং এর ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার ফুলবাড়ী থানার উদ্যোগে উপজেলার ছয়টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন । ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম সভাপতিত্বে থানা চত্বরে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম। এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক সফি খাঁন,সদস্য সচিব রাশেদুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা নিবার্হী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও,সদর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক, শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল,সাবেক ছিটমহল বিনিময় কমিটির নেতা গোলাম মোস্তফা প্রমূখ ।