mail.google

এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যানো সদস্যের হত্যাকারী পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় মানবন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলা ছাত্রলীগ।

শৈলকুপা উপজেলা ছাত্রলীগের আয়োজনে রোববার সকালে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী এই মানবন্ধনে উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার, সহ-সভাপতি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিশন, ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক সজল হোসেন, সহ অন্যানোরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যানো সদস্যের হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন