মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজ
গতকাল বুধবার ৩০.০৩.২০২২ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুরের সম্মেলন কক্ষে সকাল ১১.০০ ঘটিকায় এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা কর্তৃক আয়োজিত এটিইউ এর কার্যক্রম এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান, বিপিএম(বার), অ্যাডিশনাল আইজি, এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়।
দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়ের সভাপতিত্বে জনাব মোঃ কামরুল আহসান, বিপিএম(বার), অ্যাডিশনাল আইজি, এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় এটিইউ এর কার্যক্রম সংক্রান্ত আলোচনা এবং সমন্বয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহোদয়, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর মহোদয়, অতিরিক্তি ডিআইজি, রেলওয়ে জেলা, সৈয়দপুর, রেঞ্জ ডিআইজি’র, কার্যালয় রংপুরে কর্মরত সকল উর্ধ্বতন পুলিশ কর্মকতাগণ, রংপুর রেঞ্জাধীন সকল পুলিশ সুপার মহোদয়গণ, রেঞ্জাধীন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট(পুলিশ সুপার) মহোদয়গণ, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, রংপুর মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডিসহ রংপুর সদরস্থ পুলিশের সকল ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *