DSC00001
এ,এইচ,এম এহসানুর সারোয়ার সুমন ও আশিক ইকবাল মিল্টন,ভুরুঙ্গামারী থেকেঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোলকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৬ জন শিক্ষার্থীকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানাগেছে চরভুরুঙ্গামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে ভুরুঙ্গামারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল খেলতে আসে। খেলা শেষে বাড়ি ফেরার পথে বাবুরহাট নামক স্থানে ভটভটি উল্টে গেলে স্যালো ইঞ্জিনের গরম পানিতে ড্রাইভার সহ ৭ জনের শরীর ঝলসে আহত হয়। আহতরা হলেন চরভুরুঙ্গামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র নবী হোসেন,৫ম শ্রেণীর ছাত্রী মীম জান্নাতুনফজিলা খাতুন ৪র্থ শ্রেণীর ছাত্রী হাজেরা খাতুন,৫ম শ্রেণীর ছাত্রী মৌসুমী খাতুন,বিদ্যালয়ের নৈশ প্রহরীকাম দপ্তরী বেলাল হোসেন (২৮) এবং ভটভটি চালক আব্দুল লতিফ(৩৫)।
আহতদের ভুরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে করা হলে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন ও উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম আহতদের দেখতে যান। পরে আহত চালক সহ ৬ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *