x14089256_1741490216110094_428041589755794499_n.jpg.pagespeed.ic.crvHgQ_ylH

আবুল আহসান রিমন,বিয়ানীবাজারঃ
আজ সকাল ৯:৩০ মিনিটের সময় বড়লেখা উত্তর চৌমুহনী শাপলা হোটেল সংলগ্ন মার্কেটে ভয়াবহ আগুনের সুত্রপাত ঘটে।
শাপলা হোটেলের সত্বাধিকারী জাকারিয়া আহমদ জানান, মার্কেটের দোকানের ভিতর থেকে বাহিরে আগুনের লেলিহান শিখা ও ধুয়া উড়তে তিনি দেখতে পান, পরে তিনি তাৎক্ষনিকভাবে আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনকে অবহিত করেন, আর যে যার যার মতো করে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন।
অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও বণিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি’গন প্রায় ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছেন। প্রায় ১ ঘন্টা্র চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে বড়লেখা ফায়ার সার্ভিস।
কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় প্রায় ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ভস্মিভূত বেশীরভাগই ব্যবসা প্রতিষ্টান ইলেক্ট্রনিক্সের।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যেমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *