বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে মালিপাড়া মাদরাসার অধ্যক্ষ কে অবরুদ্ধ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে লাঞ্ছিত করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
শুক্রবার সকালে উপজেলার বনপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, এক জরুরী কাজে গত ৩দিন ধরে আমি ঢাকায় ছিলাম। এরই মধ্যে গত ১৩/১২/২৩ ইং তারিখ বুধবার কে বা কাহারা মালিপাড়া মাদ্রাসায় ঢুকে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বন্ধ করার বিষয়ে শ্লোগান দিয়েছে এবং ১৪/১২/২৩ ইং তারিখ বৃহস্পতিবার কে বা কাহারা উপজেলা শিক্ষা অফিসার বড়াইগ্রাম, নাটোর মহোদয়ের কক্ষে ঢুকে আমার নাম ব্যবহার করে তারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লাঞ্চিত করেছে। উভয় ঘটনাই আমার অজ্ঞাতসারে ঘটেছে। এই সকল অনাকাঙ্খিত ঘটনার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই অপকর্মের সাথে যে বা যারা জড়িত অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী সঠিক তদন্ত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি যানাচ্ছি। সন্ত্রাস কোন দিন আওয়ামীলীগের অনুশারি হতে পারে না। সেই সাথে ভুক্তভোগী কর্মকর্তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য – বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ১৫/২০ জন দুর্বৃত্ত বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে তাকে অবরুদ্ধ করে বিভিন্নভাবে লাঞ্ছিত করে, ওই সময় ওই দুর্বৃত্তরা নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নাম উল্লেখ করে হাত কেটে নেওয়ার হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা এবং জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।