কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ হেলাল এমপির ব্যাক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার দুপুরে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদে বন্যার্ত, দু:স্থ ও নদী ভাঙ্গনের শিকার ২৪০ জনকে নগদ অর্থ ও ৩৪০ জনকে ১০ কেজি করে চাউল বিতরন করেছে। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি জাফর আলী, চাষী এম.এ করিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেল হক প্রধান, যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, মোস্তফা জামান, যুবলীগ সভাপতি রওশন আলম, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ। দুস্থ পরিবারগুলো নগদ টাকা ও চাউল পেয়ে আনন্দ প্রকাশ করেছে।