PHOTO-01
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল আমার এ আসনের মানুষেরা শান্তি প্রিয়। তাই শান্তি প্রিয় মানুষগুলি চায় বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের অভয়াশ্রম করতে দেয়া যাবে না। প্রয়োজনে তারা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে এদের রুখতে দ্বিধাবোধ করবে না। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গী বিরোধী আলোচনা সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে কথাগুলি বলেন। এ উপলক্ষ্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। “জঙ্গীবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদ ইমাম, সাংবাদিক এবং সুধীজনদের নিয়ে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ওসি মহসীন আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, ইউপি নবনির্বাচিত চেয়ারম্যানগণ-আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল ও বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন। অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা কামরজ্জিামান সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের পক্ষে কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, নবনির্বাচিত চেয়ারম্যান মুশফিকুর রহমান তারা, মহিলা আ’লেিগর সাধারণ সম্পাদক হোসনে আরা পাখি, প্রধান শিক্ষক আল-আমিন, ইমাম আহমাদুল্লাহ, নবনির্বাচিত ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ভুটু, মহিলা সদস্য ঝরনা রানী প্রমূখ।
এর আগে এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস জামবাড়ীয়া ইউনিয়নে হেলাচী কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন। সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অবস্থিত একটি মসজিদের নির্মাণ কাজের আশ্বাস প্রদাণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *