চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাল্য বিবাহ প্রতিরোধের দাবীতে মানববন্ধন করেছে রাণীগঞ্জ ইউনিয়ন সমাজের শতাধিক নারী।
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী পরিচালিত রাণীগঞ্জ ইউনিয়ন সমাজের শতাধিক নারী সোমবার বিকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এসময় রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠ সংগঠক গোলাম বায়েজীদ ও রাণীগঞ্জ ইউনিয়ন সমাজের সভাপ্রধান মোছাঃ ফাসফেরা বেওয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ বাল্যবিবাহ প্রতিরোধে দলমত এবং সকল শ্রেণি পেশার লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান। য়