আবুল আহসান রিমন,বিয়ানীবাজারঃ
গতকাল ২২ আগস্ট দিনভর জুড়ে সিনিয়র মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছাত্রদের নিয়ে নানা গুঞ্জন, আশংকা কাজ করেছে বিভিন্ন মহলে। রবীবার বিকাল থেকে নিখোঁজ হওয়া ছাত্রদের পেতে সোমবার বিকালে বিয়ানীবাজার থানায় জিডি করতে আসেন মাদ্রাসার প্রিন্সিপাল। জিডির প্রেক্ষিতে নড়েচড়ে বসে প্রশাসন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রাতেই ফিরে আসে নিখোঁজ ছাত্ররা।
বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল ফিরে আসার খবর নিশ্চিত করে জানান, মাদ্রাসার বোডিং এ থাকা হবিগঞ্জের একজন ছাত্র হেদায়েতুল্লাহ (১৪) এর গার্মেন্টস এ কাজ দেয়ার প্ররোচনায় তারা হবিগঞ্জে যায়। সোমবার সকালে হবিগঞ্জে পৌছে তারা আবার বিয়ানীবাজারের উদ্দ্যোশ্যে ফিরে আসে। মাদ্রাসা কর্তৃপক্ষ রাত ১ টায় তাদের উপস্থিতি নিশ্চিত করে প্রশাসনকে অবহিত করেন।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল বাশার বদরুজ্জামান বলেন, কাল নিখোঁজ হওয়া ছাত্রদেরকে পেতে প্রশাসন চেষ্টা চালালে তারা রাতে মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে ফিরে আসার খবর পান।