মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) রোববার হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ও ইউনিফর এর আয়োজনে এবং দিনাজপুর কর্তৃক বাস্তবায়িত রানা প্লাজা প্রকল্পের আওতায় ঢাকার রানা প্লাজা ট্রাজেডিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের নিজামপুর গ্রামের শাহ আলম এর স্ত্রী রিনা বেগমকে নিজ বাড়ীতে দক্ষতা উন্নয়নের লক্ষে এবং স্বাবলম্বি করে গড়ে তুলতে গরু, ছাগল, হাঁস ,মুরগী পালন ১৫ দিনব্যাপী হাউজ বেইজড প্রশিক্ষন সমাপ্ত হয়। রিনা বেগম বলেন , রানা প্লাজায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় আমার এ দূর্ঘটনা ঘটে। তাই এই দূর্ঘটনার কারনে মেরুদন্ডের হার আমার ভেঙ্গে যায়। তার পর থেকে আমি বিরল নিজ বাসায় রয়েছি। সিডিসির মাধ্যমে এই প্রশিক্ষন নিয়ে আমি বাসায় থেকে আয় করতে পারব। সেই সাথে সিডিসি কর্তৃপক্ষ আমার মেরুদন্ড ব্যাথার চিকিৎসাসেবার ব্যবস্থাও করেছে। ১৫দিনব্যাপী হাউজ বেউজড প্রশিক্ষন প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের তালিকাভূক্ত প্রশিক্ষক সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *