মোরশেদ মানিক, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ::
সারাদেশের সাথে বিরামপুর থানায় নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীর জন্য“সার্ভিস ডেক্স” এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বাষির্কী উপলক্ষে ১০ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গনভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন। বিরামপুর থানা পুলিশ অডিটরিয়ামে ওসি সুমন কুমার মহন্তের আমন্ত্রনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম ও উম্মে কুলছুম বানু,
বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাবেক সভাপতি মোবারক আলী, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধূরী, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার ও আ: রশীদ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও এন্তাজ উদ্দীন কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সহ নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী উপকার
ভোগী, বিরামপুর থানা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এস.আই এরশাদ আলী। ভার্চুয়ালি অনুষ্ঠান শেষে বিরামপুর থানা পুলিশের নির্মিত গৃহহীন রহেদা বেওয়া (৬২)কে শহরের চকপাড়া মহল্লায় দৃষ্টিনন্দন বাড়ীর চাবী হস্তান্তর
করেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম ও উম্মে কুলছুম বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাবেক সভাপতি মোবারক আলী, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধূরী ও থানার সেকেন্ড অফিসার এস.আই এরশাদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *