আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজারের একই পরিবারের তিনজসহ আটজন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। একই পরিবারের তিনজনসহ নিহত আটজনের বাড়িই একই গ্রামে। এ খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মনবাড়িয়ায় ওই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, নিহতদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রুপসপুর গ্রামে। তারা হলেন- হাবিবুর রহমান (৫৫), তার দুই ছেলে আবু সুফিয়ান (২৫) ও মো. কামরান (২৩) এবং তাদের আত্মীয় মুর্শেদ রহমান (৫০), আলী হোসেন (৩৫), উপজেলার মুন্সিবাজার ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান (৬৫), মুক্তার মিয়া ও একটি শিশু কন্যা।
নিহতদের গ্রামের প্রতিবেশী আফরোজ আলী তাদের পরিচয় নিশ্চিত করে বলেন, আবু সুফিয়ানের বিয়ে উপলক্ষে কমলগঞ্জ থেকে তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। যাত্রাপথে তারা দুর্ঘটনার স্বীকার হন।কমলগঞ্জ থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা য়ায়, সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই এলাকায় সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসেরর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আট আরোহী মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *