ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশী ব্যাবসায়ী রেজাউল করিম ডাটাকে (২৩)আটক করেছে ৩০ বিজিবির সদস্যরা।আটককৃত গরু ব্যবসায়েিক পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই বারোসা গ্রামের মোতালেব হোসেনের ছেলে রেজাউল করিম গত শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রতœাই সীমান্তের মেইন পিলারের অনুমান ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিআর নং-১৮২৯০৪,ম্যাপসীট নং- ৭৮বি/৪ এর নিকট অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।ওইসময় রতœাই বিজিবি’র টহলরত সদস্যদের নজরে পড়লে তাকে ধাওয়া করে আটক করে।পরে প্রাথমিক জি¹াসাবাদ শেষে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চাজ আমিনুল ইসলাম জানান, রতœাই সীমান্তের চোরাই পথ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি বাংলাদেশী যুবক রেজাউল করিমকে আটক করে থানায় সোপর্দ করেছে।
এব্যাপারে ঠাকুরগাঁও-২০ বিজিবি ব্যটালিয়নের অধিনে নাগরভিটা কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আব্দুল বাতেম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ আটককৃত রেজাউলকে জেল হাজতে পাঠিয়েছে।