এস,এন আকাশ দিনাজপুর থেকেঃ
ভারত থেকে ২ হাজার ২শ টন গ্যাস অয়েল (ডিজেল) নিয়ে একটি বিশেষ ট্রেন আসছে পার্বতীপুরে। পার্বতীপুর রেলস্টেশন মাস্টার জিয়াদুল আহসান জানান, ৪২টি তেলবাহী লরি নিয়ে ট্রেনটি শুক্রবার রাতেই দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি গত বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে রওনা দিয়েছে। এদিকে গ্যাস অয়েল গ্রহণ করতে শনিবার দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আসছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, পেট্রোবাংলার চেয়ারম্যান মাহমুদ রেজা খান। এ ব্যাপারে পার্বতীপুর হেড অয়েল ডিপোর ইনচার্জ শাহজাহান হাওলাদার জানান, জ্বালানি খাতে বাংলাদেশ-ভারতের সহযোগিতা সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে সরবরাহকৃত দুই হাজার দুইশ টন গ্যাস ওয়েল (ডিজেল) শুভেচ্ছা স্বরূপ পার্বতীপুরে আসছে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে ভারতের লুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী এনআরএল শিলিগুড়ি থেকে বিপিসির পার্বতীপুরের রেলওয়ে হেড ডিপো সংরক্ষণাগার পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপলাইন বাস্তবায়ন হবে। আপাতত রেলপথেই তেল আনা হবে। এ তেল বিক্রি হবে ৬৫ টাকা ৮১ পয়সা লিটার দরে।