ক্রাইম রিপোর্টারঃ
ভুরুঙ্গামারী সরকারী হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় ধ্বস,আয়া ,সুইপার ও বহিরাগতদের দিয়ে চলছে চিকিৎসা সেবা। প্রতিবাদ করায় রোগীর স্বজনদেরদের সাথে অশালীন ব্যবহার সহ রোগীকে ছাড়পত্র দিয়েছে এছাড়া মামলা করার হুমকি প্রদর্শন করায় স্বাস্থ্য মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে রোগীর স্বজনেরা।
ঘটনায় জানাগেছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ২২ মে/২০১৬ সকাল ৯ টায় উপজেলার দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আরিফুজ্জামান (১৮) কে জরুরী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসায় কিছুটা সুস্থতার আসলেও রাতে আবার অসুস্থ হয়ে পড়লে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ও নার্সকে দায়িত্ব পালন না করায় রোগীর মামা আবুল কালাম আজাদ জরুরী বিভাগের চিকিৎসক হাসানুজ্জামান হাসানকে দিয়ে তার চিকিৎসা করায়। পরের দিন রাত ৯ টার সময় রোগীদের দেখাশোনার জন্য নার্স শ্রীমতি ঝরনা রানী শীলের দায়িত্ব থাকলেও সে বহিরাগত কামাত আঙ্গারিয়া গ্রামের তেতুল বাড়ি গ্রামের জনৈক বাবু মিঞার স্ত্রী মোর্শেদা বেগমকে দিয়ে স্যালাইন পুশ করালে মোর্শেদা ভুল করে ফুলস্পীড দিয়ে স্যালাইন পুশ করালে রোগীর চিৎকারে তার মামা দায়িত্ব প্রাপ্ত নার্সকে স্যালাইন না দেয়ার কারন জানতে চাইলে তিনি অশালীন ভাষায় বলেন আমার যাকে ইচ্ছা তাকে দিয়েই স্যালাইন পুশ করাবো আপনাদের করার কিছুই নেই । ভুরুঙ্গামারী হাসপাতাল আয়া ও সুইপার দিয়েই চলে আসছে। উপরে জানালে কিছুই হবে না। উপরের কর্মকর্তারা কিছুই করবে না। মন না চাইলে রোগী নিয়ে যান । বিষয়টি পরের দিন আবাসিক মেডিক্যাল ডাঃ আবু সায়েমের কাছে অভিযোগ করায় বিচার না করে রোগীকে জোর করে ছাড়পত্র দেয়। আরও জানাগেছে আবাসিক মেডিক্যাল অফিসার হাসপাতালে ঠিকমত দায়িত্ব পালন না করে নিয়মিত মাহবুব ক্লিনিকে রোগী দেখেন। নার্স ঝরনা রানী বাড়িতেই ব্যক্তিগত গাইনীর রোগী দেখে এবং হাজার হাজার টাকা হাতিয়ে নিলেও বলার কেউ নেই। রোগীর লোকজনেরা প্রতিবাদ করলে প্রায়ই তারা রোগীকে ছাড়পত্র দিয়ে দেয়। অনতি বিলম্বে দায়িত্ব পালনে অবহেলাকারী চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন সহ বহিরাগতদের দিয়ে রোগীর ভুল চিকিৎসা বন্ধ করতে স্বাস্থ্য মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রোগীর স্বজন আবুল কালাম আজাদ। এ বিষয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আবু সায়েমের নিকট আয়া ও সুইপার দিয়ে হাসপাতাল চলে এর কারন জানতে চাইলে তিনি বলেন আপনারা লিখিত অভিযোগ করলে আইনগত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।