ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সদর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের কমিটি গঠন । নাজমা সভাপতি ও অঞ্জলীরাণী সম্পাদিকা নির্বাচিত।
গতকাল ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন কল্পে ত্রি বার্ষিক কাউন্সীল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নুরজাহান চৌধুরীর সভাপতিত্বে কাউন্সীল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ ইসলামুল হক। অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল আলম ব্যাপারী,সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র ও যুবনেতা এমদাদুল হক মন্টু,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মাসুদা ডেইজি,কৃষক লীগের সাধারণ সম্পাদক ডাঃ ফরহাদ হোসেন,মহিলা নেত্রী নাজমা বেগম। প্রমুখ।
পরে নাজমা বেগমকে সভানেত্রী ও শ্রীমতি অঞ্জলী রানীকে সাধারণ সম্পাদিকা নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। বক্তারা আগামী দিনে সদর ইউনিয়নে দ্বিতীয় দফায় নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।