ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের ভরাডুবির কারনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মন্টু পদত্যাগ করেছেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার ভুরুঙ্গামারী উপজেলার ৭ টি ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ টি ইউনিয়নের মধ্যে ৩ টিতে জাতীয় পার্টি ,২ টিতে বিএনপি,১টি স্বতন্ত্র ও ১ টি আওয়ামীলীগ প্রার্থী জয়লাভ করে। প্রার্থী নির্বাচনে আওয়ামীলীগের স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ক্রটির কারনে আওয়ামীলীগ প্রার্থীদের ভরাডুবি হয়েছে বলে অভিযোগ করে তিনি পদত্যাগ করেন। গতকাল শুক্রবার আওয়ামীলীগ জেলা সভাপতি ও সম্পাদক বরাবরে আওয়ামীলীগ প্রার্থীদের পরাজয়ের সুনির্দিষ্ট কারন উল্লেখ করে পদত্যাগের লিখিত আবেদন করেন।