ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ২৩.২.২২
ভুরুঙ্গামারীতে সাংসারিক টানাপোড়ন সহ্য করতে না পেয়ে মজিবর রহমান(৪০) নামে একজন ইদুর মারা বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা নামক গ্রামে। জানাগেছে ঐ গ্রামের দীন উদ্দিনের পুত্র মজিবর রহমানের তিন সন্তান ও স্ত্রীর ভরনপোষন করতে সংসারে নানান টানাপোড়ন চলে আসায় গত ২২ ফেব্রুয়ারী চরভুরুঙ্গামারী বাজার থেকে ইদুর মারা বিষ কিনে পান করে।বিষের তীব্র যন্ত্রনা শুরু হলে নিকটে তার শ্বশুড়বাড়িতে বিষ পানের কথা জানায়। পরে লোকজন তাকে দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসা চলাকালীন রাত আনুমানিক ৮টার সময় মৃত্যুবরণ করে। এদিকে হাসপাতাল থেকে লাশ নিয়ে তার স্বজনরা পুলিশকে না জানিয়েই বাড়িতে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশের বাড়িতে গিয়ে মৃত্যুর সঠিক কারন অনুসন্ধান করে এবং মৃত্যুর কারন জানতে পায়। মৃত মজিবরের পরিবারের কোন আপত্তি না থাকায় অবশেষে লাশ পোস্টমর্টেম ছাড়াই অনুমতি প্রদান করে। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান,থানায় একটি ইউডি মামলা হয়েছে তবে পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *