Exif_JPEG_420
Exif_JPEG_420

ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মুলে বলিষ্ঠভুমিকা রাখায় যুবলীগ সভাপতিকে মোবাইলে প্রাননাশের হুমকি প্রদান করায় থানায় অভিযোগ দায়ের
জানাগেছে,কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের যুবলীগ সভাপতি এস,এম জয়নাল আবেদীনকে গত ১২ জুলাই দুপুর ১ টার সময় তার মোবাইলে ০১৭৭৬৯৬৩৬১১ নম্বর থেকে কল আসে। কল রেসিভ করার পর সে কোথায় আছে জিজ্ঞাসা করলে জয়নাল তার পরিচয় জানতে চাওয়ায় ঐ নম্বর থেকে ক্ষিপ্ত হয়ে তাকে জানানো হয় যে, শীঘ্রই তার সঙ্গে দেখা হবে,পরিচয় হবে বেশি বাড়াবাড়ি করলে তার হাত,পা ভেঙ্গে দেয়া হবে এবং প্রান নাশ করা হবে মর্মে হুমকি দেয়। পরে জয়নাল ঐ দিনই ভুরুঙ্গামারী থানায় মোবাইল নম্বরধারী অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে জিডি করে যার নং ৩৬১,তারিখ-১২/৭/২০১৬ ইং। অভিযোগকারী আরও জানায় ভুরুঙ্গামারী উপজেলায় জঙ্গীবাদ এবং সন্ত্রাস নির্মুলে যুবলীগের বলিষ্ঠ ভুমিকার কারনে এ উপজেলায় বিভিন্ন জঙ্গী সংগঠনের কার্যক্রম চালনা করতে না পেয়েই এ হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত অফিসার জিয়া লতিফুল ইসলাম জানায় মোবাইলে হুমকি প্রদর্শন করায় থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং মোবাইল নম্বরধারীকে সনাক্ত করতে উর্ধŸতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হয়েছে। সনাক্ত হলেই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ভুরুঙ্গামারী আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শীগ্রই হুমকি প্রদানকারীকে গ্রেফতার করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *