ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে জমিজমার বিরোধে বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ করায় থানায় মামলা ।
ঘটনায় জানাগেছে উপজেলার উত্তর পাথরডুবি ইউনিয়নের মৃত হাজী আমজাদ আলীর পুত্র মজিবর রহমান(৩৭)এর সঙ্গে একই গ্রামের মৃত আয়েজউদ্দিন বয়াতির পুত্র আব্দুস সামাদ (৬০),মতিয়ার রহমান (৪০),সিদ্দিক মিয়া (৩৫) র জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসায় অবস্থায় গত ২৪ মে বিকাল ২ টার সময় সামাদ সহ ২০/২৫ জনের সংঘবদ্ধ হয়ে লাঠি,দা,কুড়াল সহ বিভিন্ন অস্ত্র নিয়ে মজিবর রহমানের বাড়িতে অতর্কিত প্রবেশ করে বাড়ির লোকজনদের হাতপা বেঁধে মারপীট করে বাড়িঘর ভাংচুর করে ও নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটতরাজ করতে থাকে । তাদের মারপীটে মজিবর রহমানের ভাই মতিয়ার রহমান,ভাবী রওশন আরা ও ভাতিজা চান মিয়া আহত হয়। এদিকে আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সামাদ গং এর দ্রুত পালিয়ে যায়। পরে মজিবব রহমান বাদী হয়ে আব্দুস সমাদ সহ ঐ দিন ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে। মামলা নং ১২ তারিখ-২৪/৫/২০১৬