স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় পার্টি (জেপি)‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টায় উপজেলার বলদিয়া ইউনিয়নের সাধুমোড় চিলড্রেন কেয়ার কিন্ডারগার্ডেন মাঠে জাতীয় পার্টি (জেপি)‘র ইউনিয়ন শাখার আয়োজনে এ মতবিনিময় সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলার আহবায়ক এ্যাডভোকেট রশিদ আহমেদ।
বলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাটেশ্বরী প্রতিবন্ধী কেয়ার সেন্টারের সভাপতি ও সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ, সাবেক মেম্বার সিদ্দিক আলী শেখ, সাইদুল ইসলাম, দুলাল খান, ব্যবসায়ী ফরিদুল ইসলাম, ইউসুফ আলী, মাহবুব ইসলাম প্রমুখ।
সভায় এ্যাডঃ রশিদ আহমেদ, আগামী ১ মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করার ঘোষনা দেন। সেই সাথে তিনি জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মূল করে সরকারকে সহযোগিতা করার জন্য জাতীয় পার্টি (জেপি)‘র সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।