12-07-16p-1

ষ্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পালনের লক্ষে এ সভা করা হয়।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ নির্মলেন্দু রায়ের সভাপতিত্বে পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন ডিএম সিএইচএন্ডআইও ডাঃ লুৎফুন্নাহার লিজা, ডাঃ এ এস এম সায়েম, অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চর-ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যন জাহাঙ্গীর আলম, পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এমদাদুল হক মন্টু ও উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।