F-19P
মফস্বল ডেস্কঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জল আছে যেখানে, মাছ চাষ সেখানে এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আঃ জলিল সরকার, এশিয়ান বাংলা নিউজ সম্পাদক মনজুরুল আলম, সাংবাদিক এ এস খোকন, ডাঃ আবু ছালেহ আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ রহমান খান বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্য খাত একটি সম্ভবনাময় খাত। বর্ধিত জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা পূরনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন বৈদেশিক মুদ্রা অর্জন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাত তাৎপর্যপূর্ন অবদান রেখে চলছে। ২০১৫-১৬ অর্থবছরে মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮.৫৫লক্ষ মেঃটন। ২০১৪-১৬ সালে ৮৩ হাজার মেঃটন মৎস্য ও মৎস্যজাত পন্য রপ্তানি করা হয়েছে। যেখানে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে ৪ হাজার ৬৬ কোটি ৬০ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *