স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের উপজেলা সেক্রেটারী শাইখ সাফী আব্দুল বারী কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫ টায় ভূরুঙ্গামারী ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাইখ সাফী আব্দুল বারী উপজেলার সোনাতলী গ্রামের আব্দুল কাদেরের পুত্র।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, চলমান জঙ্গি ও নাশকতা বিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।