ক্রাইম রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে জাল টাকা আটকের নামে গরু ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগে ২ এসআই সহ ৬ পুলিশ কে ক্লোজড করা হয়েছে।
জানাগেছে গত রবিবার কুড়িগ্রামের যাত্রাপুর হাটের গরু ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৮) ১৭ লাখ টাকা নিয়ে ব্যাংকে যাবার পথে শুল্কুর বাজার নামক স্থানে সাদা পোশাকে ভুরুঙ্গামারী থানার পুলিশ জাল টাকা বহনের অভিযোগে তাকে আটক করে (সাদা মাইক্রোযোগে)ভুরুঙ্গামারী থানায় নিয়ে আসে। এব্যাপারে ঐ ব্যবসায়ীর স্বজনরা তাকে কে বা কারা অপহরণ করেছে মর্মে কুড়িগ্রাম থানায় অভিযোগ করলে এএসপি (সার্কেল ) সনাতন চক্রবর্তী ভুরুঙ্গামারী থানা থেকে তাকে উদ্ধার করে কুড়িগ্রামে নিয়ে যায় এবং পরে ছেড়ে দেয়া হয়। পরে ব্যবসায়ীকে হয়রানীর কারনে বিভাগীয় ব্যবস্থা হিসাবে ঐ রাতেই ভুরুঙ্গামারী থানার এসআই ফারুকী, এসআই সুপদ হালদার, এএসআই নাজমুল, পুলিশ ভ্যানের ড্রাইভার জাহিদ. কম্পিউটার অপারেটর আউয়াল ও কনেষ্টবল আব্দুল আলীমকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, তিনি সেদিন ছুটিতে ছিলেন তবে ক্লোজড করার সত্যতা তিনি নিশ্চিত করেছেন।