ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের লে-আউট পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী মলয় কুমার। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান। নির্বাহী প্রকৌশলী মলয় কুমার পরিদর্শন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন জাতীর জনক শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য যা করেছেন সত্যিই তা প্রশংসার দাবীদার। আমি জেলা নির্বাহী প্রকৌশলী হিসাবে ভুরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মানের কাজে অংশীদার হয়ে নিজেকে ধন্য মনে করছি। নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লেক্সের কাজ সম্পন্ন হতে যা করার প্রয়োজন তা অবশ্যই করে যাব। এ সময় তিনি কমপ্লেক্স ভবন নির্মানকারী ঠিকাদারী প্রতিষ্ঠান সরকার এন্টার প্রাইজের সত্বাধিকারী ওয়াহেদুজ্জামান সরকারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন।