ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় পুত্রের মৃত্যু পিতা গুরুতর আহত।
জানাগেছে গতকাল শনিবার ভোরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারী ভাতী গ্রামের মৃত আলাল মেম্বারের পুত্র ভ্যানচালক মাজম আলী(৪৫) তার পুত্র হুদয় বাবু(৬) কে ভ্যান গাড়িতে নিয়ে ডিম কেনার জন্য ক্লাবের বাজারে যাওয়ার পথে শহীদ লেঃ সামাদ টেকনিকেলের সামনে আসলে পিছন দিক থেকে দ্রুতগামী সুচনা আখি এন্টার প্রাইজের একটি ট্রাক যার নং (ঢাকা-মেট্রো-ড-১৪৫৫৬০) ভ্যান গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয় বাবুর মৃত্যু হয় এবং ভ্যানচালক মাজম আলীকে গুরুতর আহত অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ট্রাকটি পুলিশ আটক করেছে।