ষ্টাফ রিপোর্টার,ভুরুঙ্গামারী
বিয়ে পড়া শেষ। খাবার শেষে বর তার বন্ধুদের নিয়ে পায়চারী করছেন।মাথায় মুকুট পরা বরকে চিনতে কষ্ট হয়নি পুলিশের বেরশিক পুলিশ গাড়ি থেকে নেমে ধরে ফেললেন বরকে।
বৃহস্পতিবার দিবাগত রাত বারো টায় উপজেলার তিলাই ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে হতচকিত হয়ে পড়ে বিয়ে বাড়ির প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথি। জানাগেছে, পাইকের ছড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র টাইলস মিস্ত্রি আসাদুলের সাথে তিলাই ইউনিয়নের দঃ তিলাই গ্রামের ইয়াসিনের কন্যা হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ইসমত আরা বেগমের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে রেজিষ্ট্রি এবং সামাজিক ভাবে বিয়ে পড়ানো হয়। বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের নেতৃত্বে ভ্রামমান আদালত অভিযান চালিয়ে বরকে আটক করে থানায় নিয়ে আসে। বিবাহ রেজিষ্টার সহ অভিভাবকরা পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বর থানায় আটক আছে।