ষ্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দিনে দুপুরে ভুমিদুস্যু কর্তৃক  ধান কেটে নিয়ে যাওয়ায় থানায় মামলা। জামিন পেয়ে  প্রান নাশের  হুমকি দেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীপক্ষ।
মামলা সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সদর  ইউনিয়নের দেওয়ানের খামার মৌজার মৃত কলিমুদ্দিন মুন্সীর পুত্র আবুবক্কর ছিদ্দিক ও তার আত্মীয় স্বজনেরা  দীর্ঘদিন থেকে জমি ভোগদখল করে আসছে। এদিকে এলাকার ভুমিদস্যু হিসাবে খ্যাত একই ইউনিয়নের ভোটহাট গ্রামের  মৃত আব্দুল জব্বারের পুত্র ফয়েজ উদ্দিন, একরামুল হক, জলিল, ফজর আলী সহ ১৫/২০জন ভুমিদস্যু উক্ত জমির ভুয়া কাগজ তৈরি করে জোরপুর্বক দখলের পায়তারা করে জমি দখলের চেষ্টা করে ধানের চারা নষ্ট করে এবং জমিতে থাকা ইউকিপটাস গাছ ও বাঁশ কেটে নিলে ছিদ্দিক  বাদী হয়ে গত ২৪-৭-১৫ তারিখে দঃবিঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩৫৪/৪২৭/৩৭৯/৫০৬(২) ধারায় কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। যার পিটিশন নং ৫৮/১৫ । উল্লেখ্য ভূমিদস্যু ফয়েজ উদ্দিন গং গত ০৬-০৫-১৫ তারিখে উক্ত জমি দাবী করলে বিজ্ঞ আদালত ১৯-০৮-১৫ তারিখে তা না-মঞ্জুর করে। এরই ধারাবাহিকতায় ভুমি দস্যুরা আদালতের আইনকে তোয়াক্কা না করেই গত ২০-১১-১৫ তারিখে দিনে দুপুরে জমির ধান কাটতে গেলে মামলার বাদীরা বাধা প্রদান করায় তাদের মারপিট করে ধান কেটে নিয়ে যায়। পরে বাদী ছিদ্দিক  ২৬-১১-১৫ তারিখে  ভুমিদস্যু ফয়েজ উদ্দিন সহ ১৮ জনের নামে ভুরুঙ্গামারী থানায় দঃ বিঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারায়  মামলা দায়ের করেন। যার নং ১৮। মামলার পরেও রহস্যজনক কারনে আসামী ফয়েজ উদ্দিনগং  জামিনে এসে মামলার বাদীকে প্রান নাশের হুমকি সহ বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। মামলার বাদী ছিদ্দিক আলী জানান, ভুমিদস্যুদের বিরুদ্ধে কয়েকটি মামলা থাকা সত্বেও এবং জমির সকল কাগজপত্র ঠিক থাকা এবং আদালতের আদেশ থাকা সত্বেও আইনি সহায়তা না পাওয়ায় আসামীদের বে-আইনী কর্মকান্ড বন্ধের জন্য জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন