ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ দেওয়ানের খামার মরহুম মোজাম্মেল হক ব্যাপারী স্মৃতি হা-ডু-ডু প্রতিযোগীতার ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সুপারী ব্যবসায়ী সমিতির উদ্যোগে গতকাল ১৮ ডিসেম্বর/২০১৫ দেওয়ানেরখামার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হা-ডু-ডু প্রতিযোগীতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন,কচাকাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জহুরুল হক প্রমুখ। প্রতিযোগীতায় চরভুরুঙ্গামারী দল মানিককাজীদলকে পরাজিত করে। প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল আলম গামা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগীতায় হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে।