ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু। উদ্বোধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা হল রুমে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী,সহকারী কমিশনার (ভুমি) মামুন ভুঁইয়া,। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মতি ও ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী সহ-কমান্ডার এ,টি,এম শাহজাহান মানিক ।নির্মানকারী বিশিষ্ট ঠিকাদার ওয়াহেদুজ্জামান সরকার জানান উপজেলা
সদরে প্রানী সম্পদ ভবন সংলগ্ন ২ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট এই কমপ্লেক্স ভবন নির্মানের জন্য আমরা কাজ শুরু করেছি। অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।