ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে রোটারী ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা(উত্তর-পুর্ব),মতিঝিল ও বনশ্রী শাখার যৌথ উদ্যোগে গতকাল চরভুরুঙ্গামারী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছে। ত্রান বিতরণ করে রোটারী ক্লাবের রোটারীয়ান মেহেদী হাসান,প্রেসিডেন্ট রিপন ও ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর খোকন। তারা প্রতিটি পরিবারে ২ কেজি চাল,আধাকেজি ডাল,আলু,লবণ এবং ঔষধপত্র সহ ৩৭৭ টাকার ত্রান বিতরণ করেন। এছাড়া ঐ দিনই সোনহাট ইউনিয়নের ভরতেরছড়া ও পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করেন।