Jonmastomy-pic
ষ্টাফ রিপোর্টারঃ:
ভুরুঙ্গামারীতে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা,র‌্যালী ও নগর কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও অঙ্গ সংগঠনের আয়োজনে এবং কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির কমিটির সহযোগীতায় মন্দির প্রাঙ্গনে এই জন্মাষ্টমী উদযাপন করা হয়। মন্দিরে আগত সনাতন ধর্মালম্বীদের নিয়ে বিশাল র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। ইন্দ্র প্রসাদ দেব মন্দির কমিটির সভাপতি শ্রী রবীন্দ্র নাথ দেব এর সভাপতিত্বে ভগবান শ্রী কৃষ্ণের জীবন ও আদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট ও মন্দির কমিটির সম্পাদক শ্রী স্বপন কুমার সাহা,বিশিষ্ট ব্যবসায়ী শ্রী নিতাই চন্দ্র সাহা,শ্রী ভোলা নাথ ও শ্রী মনোরঞ্জন চক্রবর্তী। আলোচনা সভা শেষে এক বিশাল র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মন্দিরে এসে শেষ হয়। পরে মন্দির প্রাঙ্গনে নগর কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট নারায়ণ চন্দ্র মোহন্ত। অনুষ্ঠানে উপজেলার হাজার হাজার সনাতন ধর্মালম্বীরা স্বতঃফুর্ত ভাবে অংশ গ্রহন শ্রী কৃষ্ণের নিকট বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *