Pic-11.7
ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ভুরুঙ্গামারীতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঈদ পুনর্মিলনী-২০১৬ উপলক্ষ্যে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে প্রতিরোধ গড়ার আহবান জানিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন ভুঁইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন থানা ভারপ্রাপ্ত পুলিস কর্মকতা জিয়া লতিফুল ইসলাম,আন্ধারীঝাড় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আশফাকুর রহমান প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।