রাজনৈতিক প্রতিবেদকঃ
ভুরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাবেদ আলী মন্ডলের নেতৃত্বে প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে। গত রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)র আন্ধারীঝাড় ইউনিয়নের সভাপতি জাবেদ আলী মন্ডলের চাতালে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্ধারীঝাড় জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য উত্তর ধরলার উন্নয়নের রুপকার এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওয়াহেদুজ্জামান সরকার,নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আ,প,ম, আনিছুর রহমান ও কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য ফজলুল হক। আন্ধারীঝাড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রভাষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এই যোগদান অনুষ্ঠানে প্রায় সহ¯্রাধিক বিএনপির নেতাকর্মীরা যোগদান করেন।