বিশেষ প্রতিবেদনঃ
বলদিয়ায় বিগত ৫ বছরের বিভিন্ন কার্যক্রমের উপর মত বিনিময় ও উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান,প্রবীন শিক্ষক আলাউদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ আলী,তমিজ উদ্দিন মন্ডল,লাভলু মাষ্টার প্রমুখ। যৌতুক,বাল্যবিবাহ,মাদককে না বলুন,শিক্ষা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের উপর মত বিনিময় ও উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের প্রায় হাজার হাজার জনতার উপস্থিতিতে ৫ বছরের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের সাফল্য তুলে ধরে বক্তারা বলেন- স্বাধীনতার পরবর্তী সময়ে বলদিয়া ইউনিয়নে যত উন্নয়ন তার মধ্যে বর্তমান চেয়ারম্যানের আমলে সর্বাপেক্ষা উন্নয়ন হয়েছে , এমনকি বলদিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রুপান্তরিত করেছেন চেয়ারম্যান মোখলেছুর রহমান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তাকে নির্বাচিত করতে জনসাধারনকে উদ্বুদ্ধ করেন। উল্লেখ্য কুড়িগ্রাম জেলায় বলদিয়া ইউনিয়নে এই প্রথম স্বাধীনতার পরবর্তী সময়ে তার বিগত ৫ বছরের বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছতা ও জবাব দিহিতা জনতার মঞ্চে উপস্থাপন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান মোখলেছুর রহমান।