Bsf
ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীর শালঝোড় সীমান্তে বিএসএফ-র নির্যাতনে এক বাংলাদেশী নিহত আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর।
গতকাল সোমবার ভোর রাতে উপজেলার উত্তর ধলডাঙ্গা গ্রামের মৃত মজর উদ্দিনের পুত্র আঃ গনি(৪৫) ,মৃত সন্নাসী শেখের পুত্র আলাউদ্দিন(৩০) সহ কয়েকজন ডাংগালুরা ভারত ও বাংলাদেশের গরু ব্যবসায়ীদের গরু আনতে গেলে বিএসএফ তাদের ধাওয়া করলে ডাংগালুরা পালিয়ে গেলেও আব্দুল গনি,আলাউদ্দিন সহ ৫ জনকে আটক করে নির্যাতন চালায়। বিএসএফ আটক করে অমানবিক নির্যাতন চালালে ঘটনাস্থলেই গনি মারা যায় এবং আহত আলাউদ্দিন(৩০)কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ৩ জনের কোন খোজ খবর পাওয়া যায় নাই। পরে দুদেশের মধ্যে বিজিবি-বিএসএফ’র কো¤পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে নিহত গনির লাশ নিকট হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন এ,কে,সিং সেকেন্ড ইন্ কমান্ড ও জলজলি এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্ণেল জাকির হোসেন ও ভুরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত অফিসার জিয়া লতিফুল ইসলাম। বিএসএফ হত্যাকান্ডের দায় স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *