ষ্টাফ রিপোর্টার,ভুরুঙ্গামারী
ভুরুঙ্গামারীতে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে দুর্যোগ মোকাবেলা ও অন্যান্য রাষ্ট্রীয় জরুরী কাজে হেলিকপ্টার অবতরণের জন্য প্রত্যেক উপজেলায় সরকারীভাবে একটি করে হ্যালিপ্যাড নির্মাণ করা হয়েছে। ভুরুঙ্গামারী উপজেলার হ্যালিপ্যাড নির্মাণ করা হয়েছে পার্শ্ববর্তী পাইকের ছড়া ইউনিয়নে। কিন্তু জানাযায় , পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার প্রায় দেড় বছর আগে এখানে বোল্ডার নির্মান করে। কিছু বোল্ডার সোনাহাট সেতু রক্ষা বাঁধে ফেললেও বাকী প্রায় ২ সহ¯্রাধিক বোল্ডার দেড় বছর থেকে এখানে পড়ে রয়েছে।আগামী ২৩ সেপ্টেম্বর হেলিকপ্টার যোগে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ভুরুঙ্গামারী সফরের কথা রয়েছে। এসংবাদ পাওয়ার পর গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম হ্যালিপ্যাড পরিদর্শনে গিয়ে এ অবস্থা দেখতে পান। এলাকাবাসীর অভিযোগ , ঠিকাদারী প্রতিষ্ঠানটি এটি ভাড়া নিয়ে তারা ব্যবহার করছে। কার কাছে কিভাবে ভাড়া নিলেন এনিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।