ষ্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৭ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের ১জন, বিএনপি’র ২জন, জাপা’র ৩ জন এবং সতন্ত্র (আওয়ামী বিদ্রহী) ১জন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। এরা হলেন জালাল উদ্দিন প্রভাষক আওয়ামী প্রার্থী জয়মনিরহাট ইউপি, ফরিদুল ইসলাম শাহিন শিকদার বিএনপি প্রার্থী তিলাই ইউপি, মোঃ মোখলেসুর রহমান বিএনপি প্রার্থী বলদিয়া ইউপি, মোঃ আব্দুর রাজ্জাক জাপা প্রার্থী পাইকের ছড়া ইউপি, মোঃ শাহজাহান আলী মোল্লা জাপা প্রার্থী বঙ্গসোনাহাট ইউপি, এটিএম ফজলুল হক জাপা প্রার্থী চড়ভূরুঙ্গামারী ইউপি। রাজু আহমেদ খোকন সতন্ত্র প্রার্থী আন্ধারীঝার ইউপি।