রবিউল আলম লিটন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃতিসন্তান ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির আজীবন সদস্য, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক আলহাজ্ব মোজাম্মেল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। তিনি বরিশাল জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক হিসাবে দায়িত্বপালন কালে অসুস্থবোধ করলে গত ১৮ জানুয়ারী তঁাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে বাইপাস সার্জারী করা হয়। তিনি হার্টের সমস্যার পাশাপাশি লিভার ও কিডনী জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তঁার স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ আলী মুকুলের বড় ভাই। লাশ আনার পর নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে তার দাফন সমপন্ন করাহবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে। তঁার মৃত্যুতে গোটা ভূরুঙ্গামারীতে শোকের ছায়া নেমে এসেছে।