স্টাফ রিপোর্টার, ভূরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ শুরু হয়েছে। ২ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভূরুঙ্গামারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ নির্মলেন্দু রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন, নিজাম উদ্দিন ব্যাপারী, প্রধান শিক্ষক আল মাহমুদ প্রমুখ।