আসাদুজ্জামান খোকনঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪৫তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদা শাহনাজ (চঃদাঃ) সভাপতিত্বে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, হামিদা খানাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসনে প্রমুখ।
খেলা চলবে ১৭ থেকে ২৩ আগষ্ট পর্যন্ত। দিনের উদ্বোধনী ফুটবল খেলায় ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ও তিলাই উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে। এতে সম্প্রতি জাতীয়করনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাথমিক অনুমোদন পাওয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় ৬-০ গোলে জয়লাভ করে।