এ,এস খোকন ভুরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকাসক্ত পুত্রের হাতে জীবন দিতে হলো মাকে। গত বুধবার সন্ধ্যা ৭ টায় মাদকাসক্ত পুত্রের হাতে নির্মম ভাবে খুন হন মা বুলবুলি বেগম (৪০)। এ ঘটনায় ফুফু হাজেরা বেওয়া(৫০) এর অবস্থা আশংকাজনক । তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার (শাহীবাজার)গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম বাহারের পুত্র বেলাল হোসেন (২৫) একজন মাদকাসক্ত। প্রায় সে নেশা করে বাড়ীর লোকজনকে মারধোর করত। ঘটনার দিন বেলাল হো সেন নেশা করে বাড়ীতে মাতলামী শুরু করলে মা বুলবুলি বেগম তাকে শান্ত করতে আসে। এ সময় সে উত্তেজিত হয়ে পাশে থাকা নলকুপের হাতল দিয়ে মাকে আঘাত করে। পরে বাঁধা দিতে আসা ফুফু হাজেরাকেও আঘাত করে। ছেলের আঘাতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। গুরুতর আহত ফুপুকে প্রতিবেশিরা ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় ঐ দিনই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনার পরপরই ছেলে বেলাল হোসেন পালিয়ে যায়। কচাকাটা থানা পুলিশ ঐ দিনই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরের দিন বৃহস্পতিবার ভুরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রাম থেকে ঘাতক পুত্র বেলাল হোসেনকে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশের নিকট সোপর্দ করে। ঘাতক বেলাল হত্যার দায় স্বীকার করেছে।
এ ঘটনায় কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২ তারিখ ১৪/৪/২০১৬ ইং।