আসাদুজ্জামান খোকন,ভুরুঙ্গামারী থেকেঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস চালক লাঞ্চিতের ঘটনায় থানায় মামলা না নেয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বাস শ্রমিক ইউনিয়ন। সোমবার সকাল থেকে অবরোধ চলছে।
শ্রমিক নেতারা অভিযোগ করেন শনিবার দুপুরে ভুরুঙ্গামারী থেকে মাইসা পরিবহন নামের একটি মিনিবাস কুড়িগ্রাম যাওয়ার পথে আন্ধারীঝার বাসস্ট্যান্ডে কিছু অটোচালকসহ অর্ধশতাধিক লোক বাসচালক আবুবক্কর ও সুপারভাইজারকে বাস থেকে নামিয়ে মারধর করে। সন্ধ্যায় শ্রমিক নেতৃবৃন্দ ভুরুঙ্গামারী থানায় মামলা করতে গেলে পুলিশ পরদিন মামলা নেয়ার কথা বলে।
এদিকে রোববার রাত পর্যন্ত মামলা না নেয়ায় সোমবার সকালে অবরোধের ডাক দেয়। এদিকে রোববার রাত থেকে উত্তরধরলায় দুরপাল্লারসহ মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। তবে অবরোধ ডাকার পর পুলিশ মামলা নিয়েছে। এখন শ্রমিকদের দাবী আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে-